Pages

Friday 9 May 2014

একটি জোছনা রাতে

পশ্চিম গগণে অস্তরবির বিদায় শেষে
গোধূলি বেলায় প্রকৃতির মৌনতায়
জেগে উঠে বিচিত্র এক অনুভূতি।
সায়ংকালের আঁধার কেটে
পূর্ব দিগন্তে দেখা যায় রজনীকান্তের আভা।
জোছনার জ্যোতিতে সৃষ্টি যেন স্বপ্নে বলে কথা।
চাঁদের কোমল আলোয় আনন্দে ব্যাকুল হৃদয় আমার
খুশিতে ঝলমল, উজ্জ্বল চারদিক।
মেঘহীন আসমানে মিটমিট করে জ্বলছে চাঁদের সাথীরা,
আলোয়স্নাত মায়াবী এ রাতে,
আনন্দ-উচ্ছলতা আকাশে যৌবনের আবির ছড়িয়ে দিয়ে
রাঙিয়ে তোলে মানুষকে।
জোছনার আলো প্রাণে আনে চাঞ্চল্য
আনন্দে মনে করে সুরের ছন্দ
শিল্পীর মনে যোগায় ছবি আঁকার প্রেরণা।
জোছনায় পরিপূর্ণ নিথর রাত্রির বুকে একাকী আমি
ডুবে আছি উপলব্ধির গহীনে
জোছনার নয়নাভিরাম সৌন্দর্যে, অন্যমনে আচ্ছন্ন আমি
মাঝে মাঝে বয়ে যায় স্নিগ্ধ বাতাস
সে কি বাঁধ ভাঙা আনন্দ, পাগল করে তোলে হৃদয়। 


গল্প কবিতা ডট কমে প্রকাশিত।